default-image

কোভিড ১৯ মহামারির কারণে যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণ স্থবির হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো গত শুক্রবার দেশটির বিমানবন্দরগুলোতে সর্বোচ্চসংখ্যক যাত্রী সমাগম দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৫ মার্চের পর ১২ মার্চ শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো দিয়ে সর্বোচ্চ ১৩ লাখ ৫০ হাজারের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। যদিও স্বাভাবিক পরিস্থিতিতে বছরের এই সময়ে বিমান ভ্রমণ যাত্রীর এই সংখ্যা প্রায় দ্বিগুণ থাকে। গত শুক্রবারের সংখ্যা এখনো কোভিড-১৯ পূর্ববর্তী অবস্থার চেয়ে ৩৮ শতাংশ কম।

গত বছরের শুরুতে কোভিডের কারণে বিমান ভ্রমণের চাহিদা নাটকীয়ভাবে কমে যায়। ২০২০ সালে বিমানে ভ্রমণের চাহিদা ৬০ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারিতে ৬৩ শতাংশ কমে যায়। তবে যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিমানে ভ্রমণের চাহিদা বাড়তে শুরু করেছে। এমনকি বুকিংও বেড়েছে।

এর আগে করোনার মধ্যে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো প্রায় ১৩ লাখ যাত্রী পরিবহন করেছে। গত বছরের ১৪ এপ্রিল সবচেয়ে কম যাত্রী পরিবহন হয় দেশটিতে, ৮৭ হাজার ৫৩৪ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ৫ লাখ ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত রোধে এ পর্যন্ত ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিশ্ববাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য করুন