default-image

বিশ্বজুড়ে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, করোনা মোকাবিলায় দেশে দেশে ইতিমধ্যে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, যা তেলের চাহিদা ও সরবরাহ কমিয়ে দেবে। ফলে বিঘ্নিত হবে উৎপাদন কার্যক্রম, যার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।

গত সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বাড়ে। চলতি সপ্তাহের প্রথম কেনাবেচায় গতকাল সোমবার অবশ্য তেলের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬২ দশমিক ৯৬ মার্কিন ডলারে নেমে যায়। আজ মঙ্গলবার অবশ্য কিছুটা বেড়েছে।

এএনজেড রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‌টিকাদান কর্মসূচির ফলে উন্নত দেশগুলোয় পরিস্থিতির উন্নতি ঘটলেও ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অবস্থার অবনতি পরিলক্ষিত হচ্ছে।

বিভিন্ন দেশে এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকহারে বেড়ে গেছে। যেমন ভারতে গতকাল এক দিনেই ২ লাখ ৭৩ হাজার ৮১০ জনের সংক্রমিত হওয়া খবর বেরিয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই দেশে ৩ কোটি ১০ লাখের বেশি সংক্রমিত হয়েছে।

বিজ্ঞাপন

কোভিড-১৯ সংক্রমণের কারণে ভারতে গতকাল ১ হাজার ৬১৯ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে এক দিনে করোনায় সর্বাধিক মৃত্যুর ঘটনা। সব মিলিয়ে করোনায় ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার।

করোনার সংক্রমণ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পূর্ব এশিয়ার হংকং গতকাল থেকে কয়েকটি দেশের ফ্লাইট মানে বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, ফিলিপাইন ইত্যাদি। হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি জাপানের উদ্যোক্তারা আশঙ্কা করছেন, তাঁদের দেশ এখন ব্যাপকভাবে করোনার চতুর্থ ঢেউয়ের মুখে পড়তে চলেছে। বৈশ্বিক বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত এক মাসিক জরিপে এমন অভিমত দেন জাপানি ব্যবসায়ীরা। অন্য অনেক দেশের তুলনায় জাপানে এত দিন কোভিড-১৯ সংক্রমণের হার কম থাকলেও নতুন ঢেউয়ে শিগগির তা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নত দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) অন্যতম সদস্য জাপানের জনগণের মধ্যেও করোনার ভয়াবহতা নিয়ে সতর্কতা কম বলে জরিপে বলা হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, বিজনেস লাইন

বিশ্ববাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য করুন