চীনে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের লিঙ্কডইন

লিঙ্কডইন

চীনে সামাজিক নেটওয়ার্ক লিঙ্কডইন বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। মূলত চীনের সঙ্গে তাল মিলিয়ে চলা ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটিকে। সম্প্রতি কিছু সাংবাদিকের প্রোফাইল ব্লক করার জন্য প্রশ্নের সম্মুখীন হয় ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইটটি। আর এরপরই এই সিদ্ধান্ত। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লিঙ্কডইন এই বছরের শেষের দিকে ইনজবস নামে একটি সাইট চালু করবে, যা কেবল চাকরির সংস্করণ। এতে সামাজিক ফিড বা শেয়ার অথবা নিবন্ধ পোস্ট করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না।

লিঙ্কডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাক শ্রফ এক ব্লগ পোস্টে বলেন, ‘আমরা চীনে উল্লেখযোগ্যভাবে আরও চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশ পাচ্ছি এবং সবকিছুতে অনেক বেশি সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তার সম্মুখীন হচ্ছি। তিনি আরও বলেন, এ বছরের শেষের দিকে আমরা চীনে এখনকার ভার্সন বন্ধ করব। তবে চীনে আমাদের শক্তিশালী উপস্থিতি অব্যাহত রাখব। নতুন ইনজবস অ্যাপ চালু করা হবে।’

লিঙ্কডইন চীনে একমাত্র প্রধান পশ্চিমা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ছিল। ২০১৪ সালে চীনা সরকারের নিয়ম মেনে চলার বিষয়ে সম্মত হয়ে এটি চালু হয় এবং তারা কীভাবে ব্যবসা করছে, সে বিষয়ে স্বচ্ছ থাকার প্রতিশ্রুতি দেয়। তবে সরকারি সেন্সরশিপের বিষয়ে অসম্মতি জানায়।

সম্প্রতি, লিঙ্কডইন তার চীনভিত্তিক ওয়েবসাইট থেকে মেলিসা চ্যান এবং গ্রেগ ব্রুনোর অ্যাকাউন্টসহ বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট কালো তালিকাভুক্ত করেছে। সম্প্রতি গ্রেগ ব্রুনো তিব্বতি শরণার্থীদের সঙ্গে চীনের আচরণ নিয়ে একটি বই লিখেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তাঁর বই যে চীনা সমাজতান্ত্রিক সরকারের পছন্দ হবে না, এতে তিনি অবাক হননি, তবে একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি বিদেশি সরকারের দাবি মেনে নিচ্ছে দেখে তিনি হতাশ।

মার্কিন সিনেটর রিক স্কট লিঙ্কডইনের প্রধান নির্বাহী রায়ান রোজলানস্কি এবং মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে লেখা এক চিঠিতে এই পদক্ষেপকে ‘তুষ্টকরণ ও কমিউনিস্ট চীনের কাছে আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। তবে লিঙ্কডইনের এই পদক্ষেপ চীন চাপের নাকি যুক্তরাষ্ট্রের নির্ধারণ করেছে, তা এখনো বলা কঠিন।