default-image

অনলাইনে পণ্য বিক্রির বৈশ্বিক প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী হয়েছেন। প্রত্যাশিতভাবে দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭৭ ধাপ পিছিয়ে এবারে দেশটির ৩৫২ নম্বরে নেমে গেছেন। গত বছরে তিনি ছিলেন ২৭৫তম। করোনাভাইরাসের কারণে তাঁর সম্পদের পরিমাণ ২৫০ কোটি ডলারে নেমে এসেছে, যা গত বছর ছিল ৩১০ কোটি ডলার।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন গত মঙ্গলবার দেশটির ৪০০ অতিধনীর তালিকা প্রকাশ করে। এ নিয়ে ৩৯তম বছরের মতো তালিকাটি প্রকাশ করা হলো। গত ২৬ জুলাই পর্যন্ত ধনীদের নিয়ে তালিকাটি তৈরি করা হয়।
ফোর্বস-এর হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর সম্মিলিত সম্পদের নিট মূল্য ৩ দশমিক ২ ট্রিলিয়ন বা ৩ লাখ ২০ হাজার কোটি ডলার। প্রসঙ্গত, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন।

বিজ্ঞাপন

তালিকার শীর্ষ দশে একমাত্র নারী হলেন ওয়ালটন পরিবারের অ্যালিস ওয়ালটন। দ্বিতীয় শীর্ষ নারী ধনী হলেন জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট।

মন্তব্য পড়ুন 0