তাইওয়ানের জন্য টিকা কিনছে দুই প্রযুক্তি জায়ান্ট
বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ানের জন্য কোভিড টিকার এক কোটি ডোজ কিনছে। তাইওয়ানের সংস্থা ফক্সকন, যারা অ্যাপলের জন্য ডিভাইস তৈরি করে এবং চিপ জায়ান্ট টিএসএমসি জার্মান কোম্পানি বায়োএনটেক টিকার জন্য ৩৫ কোটি ডলারের চুক্তি করেছে।
কয়েক মাস ধরে জার্মানির বায়োএনটেকের থেকে এই টিকা কেনার চেষ্টা করছে তাইওয়ান। তবে চীন তাদের চুক্তি আটকে দিচ্ছিল বলে অভিযোগ তাদের। চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে মনে করে। এ অভিযোগ অস্বীকার করেছে তারা।
চুক্তি অনুযায়ী, ফক্সকন এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কো (টিএসএমসি) ৫০ লাখ ডোজ করে টিকা কিনবে এবং বিতরণের জন্য সরকারকে অনুদান দেবে। বায়োএনটেকের চীনা বিক্রয় এজেন্ট সাংহাই ফোসান ফার্মাসিউটিক্যাল গ্রুপ এক বিবৃতিতে এই চুক্তি বিষয়ে ঘোষণা দিয়েছে।
ফোসান ফার্মার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ইউ ইয়াইফাং বলেছেন, তারা তাইওয়ানকে নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহ করতে অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ফক্সকনের বিলিয়নিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান টেরি গো তাঁর ফেসবুক পেজে লিখেছেন যে আলোচনায় বেইজিং হস্তক্ষেপ করেনি।
মার্কিন ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজারের সঙ্গে টিকা তৈরি করেছে বায়োএনটেক। করোনভাইরাসের টিকা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য জনগণের তীব্র চাপের মুখে ছিল তাইওয়ানের সরকার। গত মাসে টেরি গো এবং টিএসএমসিকে টিকা আনার ক্ষেত্রে চুক্তি করার বিষয়ে অনুমতি দেয় সরকার।