দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হওয়ায় অনেক ব্যবসায় আবার ফিরে এসেছে। জিডিপি প্রবৃদ্ধিতে অন্যতম ভূমিকা রেখেছে খুচরা, রেস্তোরাঁ এবং হোটেল ব্যবসা। সেই সঙ্গে শিক্ষা খাতও ঘুরে দাঁড়িয়েছে। কারণ, দ্বিতীয় প্রান্তিক থেকে বেশির ভাগ বিদ্যালয়ই খুলে দেওয়া হয়েছে।

অবশ্য প্রবৃদ্ধি আরও বেশি হবে বলেই আশা করেছিল ব্যাংক অব ইংল্যান্ড। তাদের ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে দ্বিতীয় প্রান্তিকে। মহামারির আগের অবস্থার চেয়ে যুক্তরাজ্যের অর্থনীতি এখনো ৪ দশমিক ৪ শতাংশ ছোট হয়ে আছে। তবে সে হারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তাতে চলতি বছরের শেষ নাগাদ অর্থনীতি করোনা–পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আশাবাদী যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাকও। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকের পরিসংখ্যান এটায় নির্দেশ করে যে আমাদের অর্থনীতি ঠিক হয়ে গেছে, পুনরুদ্ধারের শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে।’

করোনা সংক্রমণ কমে আসায় এপ্রিল থেকেই শিথিল হতে থাকে যুক্তরাজ্যের বিধিনিষেধ। প্রথমে খুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় নয় যেমন জিম, পারলারের মতো দোকানগুলো। মে মাসে খুলে দেওয়া হয় হোটেল–রেস্তোরাঁগুলো। আর যার সুফল দেখা গেছে অর্থনীতিতে। ভোক্তা ব্যয় বেড়েছে প্রত্যাশার চেয়েও বেশি।

২০২০ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকোচন হয় ৯ দশমিক ৯ শতাংশ। সে সময় দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানায়, ‘প্রবৃদ্ধির হিসাবরক্ষণ শুরু হওয়ার পর এর আগে সর্বোচ্চ যে সংকোচন হয়েছিল, এটা তার দ্বিগুণের বেশি।’