ইতিহাস সরলরেখায় চলে না। টেলিগ্রাফ প্রযুক্তি ১৯ শতকে যেভাবে দূরত্ব ঘুচিয়ে মানুষের সময় বাঁচিয়েছিল, সেভাবে আজ ডিজিটাল অর্থ মানুষের জীবনে বড় পরিবর্তন হয়ে আসছে। মহামারির কারণে এই পরিবর্তন আরও ত্বরান্বিত হয়েছে। বলা যায়, এর প্রভাব টেলিগ্রাফ প্রযুক্তির মতোই সুদূরপ্রসারী হতে পারে।
ডিজিটাল মুদ্রার দ্রুত বিকাশ ঘটছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা প্রবর্তন করছে। আবার অনেক ক্রিপ্টোকারেন্সিও বাজারে চালু হয়েছে, যদিও তা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে নেই। কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত ই-মুদ্রা ডিজিটাল নোট হিসেবে বিবেচনা করা যায়। এর সুবিধা হলো মানুষ চাইলেই এ মুদ্রায় অবৈধ লেনদেন করতে পারবে না। অন্যদিকে, বেসরকারি খাতেও ডিজিটাল লেনদেন চালু হচ্ছে। যেমন কেনিয়ার মোবাইল ফোনে আর্থিক সেবা এমপেসা ও বাংলাদেশের বিকাশের কথা বলা যায়। এ ব্যবস্থা মূল্যের ডিজিটাল সংস্করণ, স্রেফ ই-মেইলের মতো এক বা একাধিক ক্লিকেই তা আরেকজনের কাছে পাঠানো যায়। অনেক ক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশেও তা পাঠানো সম্ভব। তবে ক্রিপ্টোকারেন্সি ঠিক এদের মতো নয়।
এ ব্যবস্থা এখন বাস্তব হয়ে উঠেছে। অন্তত ১১০টি দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশগুলোতেই ই-মুদ্রার প্রচলন বেশি হচ্ছে। বিশেষ করে আফ্রিকা এ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
এ ব্যবস্থার সম্ভাবনা অসীম। ই-মুদ্রার কল্যাণে গ্রামের একজন কারিগর সহজেই শহরের খদ্দেরের কাছ থেকে পারিশ্রমিক লাভ করতে পারছেন। এমনকি প্রবাসী শ্রমিকেরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই পরিজনদের কাছে টাকা পাঠাতে পারছেন। পরিষেবা বিল দেওয়ার জন্য এখন আর ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে না। সবচেয়ে বড় কথা, ব্যাংক হিসাব ছাড়াই এসব হচ্ছে। ব্যাংকিংয়ের আওতার বাইরে থাকা মানুষ নিরাপদে সঞ্চয় যেমন করতে পারছেন, তেমনি লেনদেনের বিবরণীর কল্যাণে ক্ষুদ্রঋণ পাচ্ছেন। অর্থের সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এতে সরকারের পক্ষে আরও সুচারুভাবে করারোপ এবং রাজস্ব পুনর্বিতরণ করা সম্ভব।
তবে সব ভালোর সঙ্গে মন্দও থাকে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এ খাতকে যেতে হবে। সবচেয়ে সুদূরপ্রসারী চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থার ভারসাম্য বজায় রাখা। ডিজিটাল মুদ্রা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ থাকে। মূল্য স্থিতিশীল রাখার জন্য এটি জরুরি। সঙ্গে আছে মুদ্রার বিনিময় মূল্য স্থিতিশীল রাখার চ্যালেঞ্জ। এসব নীতি প্রণয়নে বিশেষজ্ঞদের মতামত জরুরি। আর সিদ্ধান্ত যা নেওয়া হবে, তা যেন জনগণের কল্যাণে নেওয়া হয়, সেটা নিশ্চিত করতে হবে। তবে পেমেন্টের ব্যবস্থা জাতির সীমানায় আটকে থাকলে চলবে না। এতে সমস্যা বাড়বে। সে জন্য এ ক্ষেত্রে আঞ্চলিক সমন্বয় লাগবে। এমনকি ক্ষেত্রবিশেষে আন্ত-আঞ্চলিক সমন্বয় প্রয়োজন হবে। তা না হলে এই ডিজিটাল অর্থব্যবস্থার কারণেও বৈষম্য সৃষ্টি হতে পারে। আবার দেশে দেশে সমন্বয় থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সহজ হবে।
এ ছাড়া অভ্যন্তরীণ অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতার প্রসঙ্গ তো আছেই। মানুষের হাতে সেবা পৌঁছে দিতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। কাজটা অত্যন্ত জটিল, একসঙ্গে যেমন সরকারকে এ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে তেমনি উদ্ভাবনের রাশ টেনে ধরা যাবে না। অন্যদিকে, সমতা নিশ্চিত করা কঠিন কাজ হবে। বড় বড় প্রযুক্তি কোম্পানি এখন পেমেন্টের জগতে প্রবেশ করছে। তারা যখন মাঠে নামবে, তখন কি অন্যদের পক্ষে টিকে থাকা কঠিন হবে? আর সরকার এ পদ্ধতিতে সামাজিক সুরক্ষার অর্থ স্থানান্তর করতে পারে। জনগণ যাতে এ পদ্ধতিতে কর পরিশোধ করতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে। এতে করব্যবস্থা মানুষের আরও কাছাকাছি আসবে।
শেষমেশ টাকার নতুন এ ধরন অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। গ্রাহকের সম্পদ রক্ষা করতে হবে। তার আগে এ ব্যবস্থাকে কঠোর আইনি ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।