default-image

প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূল্য ছাড়িয়েছে দুই লাখ কোটি ডলার। মাত্র দুই মাসের মধ্যে এ বাজার দ্বিগুণ হলো। এবার উত্থানটা হয়েছে দ্বিতীয় বৃহৎ ডিজিটাল মুদ্রার ইথারের বাজারমূল্য বেড়ে যাওয়ায়। গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বর্তমানে বিশ্বের শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন। এটি একাই ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধনের ৫০ শতাংশের বেশি দখল করে আছে। চলতি বছর বিটকয়েনের দর ১০০ শতাংশের বেশি বেড়েছে। গত মাসে বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬১ হাজার ডলার ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপন

কয়েন ডেস্কের তথ্য অনুযায়ী, আজ এই ডিজিটাল মুদ্রার লেনদেন হচ্ছে ৫৮ হাজার ৮০০ ডলারে। ক্রিপ্টোকারেন্সির আজকের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে ইথার। ইথেরিয়াম প্রোগ্রামেবল ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি হলো ইথার।

আজ ইথারের সর্বোচ্চ দাম উঠেছে ২ হাজার ১৫১ ডলারে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮০ শতাংশ বেশি। ইথারের এই বাড়তি মূল্যের ওপর ভিত্তি করেই আজ প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য ছাড়িয়েছে দুই ট্রিলিয়ন ডলার।
অনেক কোম্পানিই এই মুদ্রার প্রতি আগ্রহ দেখাচ্ছে। চীনের অ্যাপ প্রস্তুতকারক কোম্পানি মেইতু গত মাসে ২ কোটি ২১ লাখ ডলারের ইথার কিনেছে। অবশ্য এখনো ক্রিপ্টোকারেন্সির বাজারের সিংহভাগই বিটকয়েনের দখলে।

বিশ্ববাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য করুন