ভারতে ইডির বিরুদ্ধে ভিভোর মামলা

দিল্লি হাইকোর্ট

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো চীনের মোবাইল ফোন কোম্পানি ভিভো। সম্প্রতি আর্থিক লেনদেনসংক্রান্ত অনিয়মের অভিযোগে ভিভোর কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল ভারতের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা করা হয়েছে দিল্লি হাইকোর্টে।

গত মঙ্গলবার ভারতজুড়ে চীনা ফোন প্রস্তুতকারক সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেদিনই আরেক চীনা ফোন কোম্পানি শাওমির একাধিক ঠিকানাতেও কেন্দ্রীয় সংস্থাটির তদন্তকারী দল হানা দিয়েছিল। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার পাশপাশি একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। খবর এনডিটিভির

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত ভিভোর ভারতীয় শাখার দুই পরিচালক জেংশেনোউ ও জাং শি ইতিমধ্যেই ভারত ছেড়েছেন বলে সূত্রের খবর। তাঁরা দুজনই চীনা নাগরিক। প্রসঙ্গত, সম্প্রতি চীনা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী দেশে তাদের ‘ব্যবসা ও অর্থের উৎসস্থল’ কোথায়, তা খতিয়ে দেখতেই নজরদারি বাড়ানো হয়েছে বলে খবর। তার জেরে চীনা মোবাইল ফোন কোম্পানির প্রধান কার্যালয়ে হানা দিয়েছিল ইডি।