মার্কিন অর্থনীতিতে কর্মসংস্থান হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি
জুলাইয়ে মার্কিন অর্থনীতিতে যোগ হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান। গত মাসে ৯ লাখ ৪৩ হাজার কর্মসংস্থান হয়েছে দেশটিতে। অবসর, আতিথেয়তা, শিক্ষা ও পরিষেবা খাতে কর্মসংস্থান হয়েছে সবচেয়ে বেশি। জুলাই মাসে ৮ লাখ ৭০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকেরা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে কর্মসংস্থান পরিস্থিতি চলতি মাসে এতটা ভালো অবস্থায় নাও থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। করোনার ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে আবার কিছু বিধিনিষেধ আরোপ হতে পারে বলে মনে করছেন তাঁরা।
তবে জুলাই মাসে এই পরিমাণ নিয়োগের ফলে বেকারত্বের হার শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে। এখন বেকার রয়েছেন ৮৭ লাখ মানুষ, যা গত বছরের এপ্রিলের তুলনায় অনেক কম। ওই মাসে রেকর্ডসংখ্যক বেকার ছিল যুক্তরাষ্ট্রে। ডেলটা ভেরিয়েন্ট নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও অর্থনীতিবিদেরা মনে করছেন, কর্মসংস্থানের এ পরিসংখ্যান অর্থনীতির শক্ত পুনরুদ্ধারের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
২০২০ সালে ব্যাপক সংকোচনের পর চলতি বছরের প্রথম তিন মাসে মার্কিন অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে ফিরে আসে। তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ফলে পুনরুদ্ধারের গতি কিছুটা ধীর হয়ে পড়ে। বিশ্লেষকেরা বলছেন, দেশটিতে শ্রমিকের ঘাটতিও রয়েছে।