২০২২ সালে আমেরিকার সেরা চাকরি এন্টারপ্রাইজ আর্কিটেকচারে

চলতি বছরে আমেরিকার চাকরির বাজারে রাজত্ব করছে প্রযুক্তিখাতগুলো। এর মধ্যে শীর্ষ চারে অবস্থান করছে এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট ও ডেভপস (উন্নয়ন ও পরিচালন) ইঞ্জিনিয়ার। অনলাইনে চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্ম গ্লাসডোর সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে। এতে চলতি বছরে আমেরিকার সেরা ৫০টি চাকরির খাতের উল্লেখ করা হয়েছে। খবর ফোর্বসের।

করোনাভাইরাসজনিত মহামারি শুরুর পর থেকে সারা বিশ্বেই চাকরির ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তন এসেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় চাকরি ছাড়া কিংবা পরিবর্তনের হার অনেক বেড়েছে। বলা যায়, চাকরি ছাড়ার দিক থেকে ২০২১ সালে ঐতিহাসিক বছর কাটিয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে শ্রমিকের ঘাটতির কারণে সে দেশে চাহিদার বিপরীতে ব্যবসার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে উঠেছে। তাই কর্মীদের চাহিদা মেটাতে দূরবর্তী কাজের সুযোগ, বাড়তি বেতন, বিশেষ ছাড় কিংবা নগদ প্রণোদনাসহ বিভিন্ন সুবিধা দিয়ে চাকরিতে প্রবেশের সুযোগ দিচ্ছে কোম্পানিগুলো।

এ রকম চাকরিতে বিভিন্ন সুবিধা পাবার দিক থেকে সেরা ৫০টি খাতের তালিকা দিয়েছে চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্ম গ্লাসডোর। উল্লেখিত প্রতিটি চাকরির ধরন ও বেতন নিয়ে অন্তত ১০০টি সন্তুষ্টিমূলক পর্যালোচনা আছে তাদের অনলাইন প্ল্যাটফর্মে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত অন্তত দুই হাজার চাকরিপ্রার্থী নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তারাই দিয়েছিলেন এসব পর্যালোচনা। আর এসব পর্যালোচনা নিয়ে খাতগুলোর র‍্যাঙ্কিং করেছে গ্লাসডোর। এতে মানদণ্ড ধরা হয়েছে চাকরিতে উপার্জনের সম্ভাবনা, কাজের সন্তুষ্টি ও নতুন চাকরির সংখ্যা। এক ঝলকে দেখে নেওয়া যাক আমেরিকায় চাকরির ক্ষেত্রে কোন কোন খাত শীর্ষে।

গ্লাসডোরের তালিকায় সেরা ৫০টি চাকরির মধ্যে শীর্ষস্থানে আছে এন্টারপ্রাইজ আর্কিটেক্ট খাত। প্রাযুক্তিক ব্যবস্থাপনা ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সনাতনী অফিস কার্যক্রমের বদলে ঘরে থেকে কাজ ও হাইব্রিড, অর্থাৎ অফিসে এসে কাজ করা ও ঘরে থেকে কাজ—উভয়ের মধ্যে সমন্বয় সাধন করা এ এন্টারপ্রাইজ আর্কিটেক্ট খাতের কাজ। তাই বৈশ্বিক করোনা মহামারির মধ্যে এ খাতের জনবলের চাহিদা ও চাকরির সুবিধা, দুটোই বেড়েছে। এন্টারপ্রাইজ আর্কিটেক্টরা বছরে গড়ে দেড় লাখ ডলার উপার্জন করেন।

ছয় অঙ্কের গড় আয় নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে স্ট্যাক ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট ও ডেভপস ইঞ্জিনিয়ার খাত। এ তিন খাতের গড় আয় এক লাখ ডলারের কিছু বেশি।

আরও পড়ুন

প্রাতিষ্ঠানিক পরামর্শদাতা সংস্থা কর্ন ফেরির বৈশ্বিক ক্লায়েন্ট পরিষেবার ভাইস প্রেসিডেন্ট ডেভিড নেপেলোনি বলেন, চাকরিপ্রার্থীরা এখন এমন কোম্পানি খুঁজছেন, যেখানে কাজের ক্ষেত্রে নমনীয়তা আছে। যেমন সপ্তাহে পাঁচ দিন কাজ কিংবা অফিসে না এসে দূরবর্তী স্থান থেকে কাজ করা যায়, এমন কাজের চাহিদা দিন দিন বাড়ছে। কর্ন ফেরির পরিচালিত জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রে অন্তত ৫১ শতাংশ পেশাজীবী বাড়ি থেকে কাজ করতে চান। ফলে দেখা যাচ্ছে, গ্লাসডোর তালিকায় চতুর্থ থেকে দ্বাদশ স্থান পর্যন্ত প্রযুক্তি খাতের আধিপত্য।

মহামারির এই সময়ে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রবণতা হচ্ছে কর্মীদের অধিক হারে চাকরি ছাড়া। এ বাস্তবতায় কোম্পানিগুলোকেও নতুন নিয়োগ দিতে হচ্ছে। সে জন্য মানবসম্পদ ব্যবস্থাপক (১৩) ও করপোরেট নিয়োগকারীদের (১৭) কাজের চাহিদা বেড়েছে। ডেভিড নেপেলোনি বলছেন, নিয়োগের জন্য সঠিক লোক খুঁজে পাওয়া কোম্পানিগুলোর জন্য কতটা গুরুত্বপূর্ণ, এ ক্রান্তিকালে তা বোঝা যাচ্ছে।
গত এক বছরে মানবসম্পদ ব্যবস্থাপকদের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। আর করপোরেট নিয়োগকারীদের বেতন বেড়েছে চার গুণ। ৭৭ হাজার ডলার থেকে ৯০ হাজার ডলার পাওয়া এসব নিয়োগকারী প্রযুক্তি খাতের সহকর্মীদের চেয়ে বেতন কম পেলেও চাকরিতে বেশ সন্তুষ্ট।

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেশাজীবীদের মধ্যে স্বাস্থ্যসেবাকর্মীরা অন্যতম। গত ডিসেম্বরে জেনারেল ইন্টারনাল মেডিসিন জার্নালের প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, করোনাভাইরাসের কারণে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে প্রায় ৫০ শতাংশ কর্মী চাকরি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তারপরও গ্লাসডোর শীর্ষ ৫০ চাকরির তালিকায় এই প্রথম জায়গা পেয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ (২২) ও মনোবিজ্ঞানীরা (৩৪)। ডেনিয়েল ঝাও মনে করেন, করোনাপরবর্তী সময়ে আচরণগত ও মানসিক সমস্যায় আক্রান্ত কর্মীদের সংখ্যা বেড়ে যাওয়ায় চাকরিতে এ খাতের চাহিদা ও সুবিধা বেড়েছে। দেশটিতে বর্তমানে মনোবিজ্ঞানীরা গড়ে ৯৫ হাজার এবং মনোবিদেরা গড়ে আড়াই লাখ ডলার আয় করতে পারেন।

আরও পড়ুন

এ ছাড়া প্রকল্প ব্যবস্থাপক, ঝুঁকি ব্যবস্থাপক, আইনজীবী, প্রোডাক্ট ডিজাইনার, সল্যুশন ইঞ্জিনিয়ার, কৌশলগত হিসাব ব্যবস্থাপকের চাকরিরও ভালো পর্যালোচনা আছে গ্লাসডোর প্লাটফর্মে।