সহকারী জীবাণুবিদ পদে অণুজীব বিভাগের ডিগ্রিধারীদের নিয়োগের দাবি

ওষুধ তত্ত্বাবধায়কের সহকারী জীবাণুবিদের দুটি অস্থায়ী পদের জন্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেলেও অণুজীব বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে অণুজীব বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

আজ সোমবার বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট এর সভাপতি অধ্যাপক এ.আর.এম. সোলাইমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারা বেগম এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের
অন্তর্ভুক্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ওষুধ
তত্ত্বাবধায়কের সহকারী জীবাণুবিদের ২টি অস্থায়ী পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পদে নিয়োগদানের জন্য ফার্মেসি,
ভেটেরিনারি সায়েন্স, বায়োকেমিস্ট্রি এমনকি, কেমিস্ট্রি ও এপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর
শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেলেও অণুজীববিজ্ঞান বিভাগ থেকে ৪ বছরের স্নাতক ও ১ বছরের স্নাতকোত্তর
করা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট এই নিয়োগ
বিজ্ঞপ্তির প্রতিবাদ জানায় এবং উক্ত পদে নিয়োগের জন্য স্নাতক ও স্নাতকোত্তর অণুজীব
বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট জানায়, সঠিক পদে সঠিক ও যোগ্য লোকের নিয়োগ না হলে
রোগজীবাণু নিয়ে কাজ করার ক্ষেত্রে মান নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো থেকে শুরু করে
পরীক্ষাগার থেকেই জীবাণু সংক্রমণের মতো ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই
সমস্যা নিরসনে অণুজীব বিজ্ঞানীদের ভূমিকা অপরিহার্য।

১১ জুনের নিয়োগের বিজ্ঞপ্তিটি স্থগিত করে অণুজীব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ প্রদান করা এবং অণুজীববিদদের জন্য বিশেষায়িত বিভিন্ন পদে চাকরির আবেদনে অণুজীববিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট দাবি জানায়।