অ্যাটর্নি জেনারেল অফিসের মৌখিক পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

অ্যাটর্নি জেনারেল অফিসের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৩ ও অফিস সহায়ক পদে ৫৮ জন উত্তীর্ণ হয়েছেন।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের মৌখিক ও ব্যবহারিক অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ১৫ জানুয়ারি এবং অফিস সহায়ক পদের শুধু মৌখিক পরীক্ষা ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট এলাকা, ঢাকা ঠিকানায়।

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো যাতায়াত ভাতা দেওয়া হবে না।