আইইউসিএনে চাকরি, বছরে বেতন ৩১ লাখসহ দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন।
ছবি: আইইউসিএনের ওয়েবসাইট থেকে নেওয়া

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে কান্ট্রি অফিসে প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আইইউসিএনের ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম কো-অর্ডিনেটর
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে ৯ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর ম্যানেজারিয়াল/লিডারশিপের ভূমিকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়মিতভাবে দেশে-বিদেশ ভ্রমণের মানসিকতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলায় পারদর্শী এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ২১ মাসের চুক্তি, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
    কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
    বেতন: বছরে মোট বেতন ৩০,৯৫,৪২৫ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইইউসিএনের ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপর একই লিংকে Apply বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করার পর আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ জানুয়ারি ২০২২।