default-image

চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকার মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা’র ডিসেম্বর সংখ্যা বাজারে এসেছে। শনিবার থেকে সারা দেশের বিভিন্ন বইয়ের দোকান ও হকারের কাছে এই ম্যাগাজিন পাওয়া যাবে। প্রথমা প্রকাশিত সুবিধাজনক সাইজের এই ম্যাগাজিনের দাম ২০ টাকা।

‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। মহান মুক্তিযুদ্ধের এই মাসে আমরা পেয়েছি স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ। এবারের “চলতি ঘটনা”য় বিজয় দিবস উপলক্ষে থাকছে তথ্যবহুল কয়েকটি লেখা। আমাদের দেশের সরকারি চাকরির ক্ষেত্রে বড় একটি অংশজুড়ে আছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ। এই নিয়োগ পরীক্ষায় ভালো করতে হলে এখন থেকেই বিশেষ প্রস্তুতি নিতে হবে। এই পরীক্ষাকে সামনে রেখে “চলতি ঘটনা”য় নিয়োগের বিশেষ পরামর্শ ও মডেল টেস্ট থাকছে।’

বিজ্ঞাপন

‘চলতি ঘটনা’র সম্পাদক জানান, ‘সামনে এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ছাত্রজীবনের ভিত গড়ে দেওয়া এই পরীক্ষা নিয়ে আমাদের এবারে রয়েছে বিশেষ আয়োজন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করেছেন এমন সেরা শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে ভর্তির সেরা পরামর্শ দিয়েছেন “চলতি ঘটনা”য়। সেগুলো পড়লে আপনার শিক্ষাজীবন দারুণভাবে উপকৃত হবে।’

আব্দুল কাইয়ুম জানান, ‘এ ছাড়া এবারের সংখ্যায় হ্যান্ডিমামা নামের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকছে “চলতি ঘটনা”র মাধ্যমে। মার্কিন নির্বাচন এবারের সবচেয়ে আলোচিত বিষয়। এটি নিয়ে নানা ধরনের আয়োজন রেখেছি আমরা। ব্যতিক্রমী এই নির্বাচনের লেখাগুলো পড়ে আপনি জেনে নিতে পারবেন অনেক অজানা তথ্য। এর বাইরে দেশ–বিদেশের সর্বশেষ আলোচিত ঘটনা, ৪০তম বিসিএসের ভাইভা ও বিসিএস প্রস্তুতি নিয়ে থাকছে বিশেষ লেখা। সব মিলিয়ে ডিসেম্বর সংখ্যার চলতি ঘটনার কপি আপনার জীবনে যোগ করবে বাড়তি মাত্রা।’

বিজ্ঞাপন
চাকরি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন