ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী (পুর) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ডিএসসিসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসহকারী প্রকৌশলী (পুর) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৪৯। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৮ নভেম্বর রাজধানীর নগর ভবনের মেয়র উইং সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষা ২৮ নভেম্বর রাজধানীর নগর ভবনের মেয়র উইং সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার সময় আনতে হবে। এ ছাড়া সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এ লিংকে