সিআরআইয়ে চাকরির সুযোগ
গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘হেড অব ইয়াং বাংলা’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ইয়াং বাংলা
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/সমাজবিজ্ঞান/ইংরেজি/ কমিউনিকেশন স্টাডিজ/ ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থা বা পলিসি রিসার্চ অর্গানাইজেশন সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজিতে পারদর্শীসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
চাকরির ধরন: প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিন/ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
কর্মস্থল: ঢাকা। তবে কাজের প্রয়োজনে নানা জায়গায় ভ্রমণ করতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন যেভাবে
আগ্রহীদের কভার লেটারসহ সিভি (ওয়ার্ড ফাইল) ও ছবি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া অনলাইনে এ লিংকে লগইন করে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২১