সোনালী ও জনতা ব্যাংক নেবে আইটি অফিসার

প্রতীকী ছবি
প্রথম আলো ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংক আইটি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অফিসার (আইটি)
    পদসংখ্যা: ৩৩। সোনালী ব্যাংকে ৮টি ও জনতা ব্যাংকে ২৫টি।
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ পদার্থ/ ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/ সমমানের সিজিপিএ থাকতে হবে।
    বয়স: আবেদনকারীদের বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। জব আইডি নম্বর ১০১৫২। আবেদনের আগে নিয়োগ, আবেদন প্রক্রিয়া ও আবেদন ফি পাঠানোর প্রক্রিয়া সর্ম্পকে এ লিংক থেকে বিস্তারিত জেনে নিতে হবে।

আবেদন ফি
পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা ডাচ–বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩ ফেব্রুয়ারি ২০২২।