স্থাপত্য অধিদপ্তরের দুই পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের নবম গ্রেডের সহকারী স্থপতি ও দশম গ্রেডের উপসহকারী স্থপতি পদের মৌখিক পরীক্ষার সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি পদের মৌখিক পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থী ১২৯। এ ছাড়া উপসহকারী স্থপতি পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পদে পরীক্ষার্থীর সংখ্যা ২৪।

সব পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। আগের প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

প্রতীকী ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

মৌখিক পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।