গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম গ্রেডের সহকারী স্থপতি পদের লিখিত পরীক্ষায় মোট ১৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ১৩টি ডকুমেন্ট পিএসসির অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার ঠিকানা: পরিচালক, ইউনিট-০১, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

সরাসরি বা ডাকযোগে এসব প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। যেসব কাগজ জমা দিতে হবে, সে তালিকা পাওয়া যাবে এ ওয়েবসাইটে। কাগজপত্র যাচাই শেষে মৌখিক পরীক্ষায় ডাকা হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে এ লিংকে