বিসিকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিম্নবর্ণিত শূন্য পদগুলোয় (৯ম ও ১০ম গ্রেড) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত ১৮ জুন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
মৌখিক পরীক্ষা ২২ আগস্ট সকাল নয়টা থেকে শুরু হবে। এরপর ২৩, ২৪, ২৫ ও ২৬ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে বিসিক এসব কথা জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অনলাইন আবেদনপত্রে (Applicant's Copy) উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে কাগজপত্র (মূল ও সত্যায়িত কপি-১ সেট) মৌখিক পরীক্ষার নির্ধারিত দিন সকাল আটটার মধ্যে বিসিক প্রধান কার্যালয়ের সপ্তম তলায় (সম্মেলনকক্ষ) জমা দিতে হবে।
যে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে
*প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
*শিক্ষাগত যোগ্যতার সনদপত্রাদির সত্যায়িত কপি।
*ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
*প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
*প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের কপি।
*প্রবেশপত্রের অনুলিপি।
*Applicant's Copy–এর অনুলিপি।
*www.bscic.gov.bd ওয়েবসাইট থেকে প্রাক্-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম দুই সেট (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরসহ।
*মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে (প্রযোজ্য ক্ষেত্রে) মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতীয় প্রতি কোটার স্বপক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীর ক্ষেত্রে প্রাসঙ্গিক কাগজপত্রাদি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাইপূর্বক নিয়োগপত্র জারি করা হবে।
*প্রার্থী উপজাতীয় সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি।
উল্লেখ্য, নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত থাকতে ব্যর্থ প্রার্থীকে পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।