১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট
ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯–এর স্থগিতকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২৪ আগস্ট থেকে মোখিক পরীক্ষা শুরু হবে। ওই দিন ৪ এপ্রিলের পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিলের পরীক্ষা ২৪ আগস্ট, ৫ এপ্রিলের পরীক্ষা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের পরীক্ষা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের পরীক্ষা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের পরীক্ষা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের পরীক্ষা ৩১ আগস্ট, ১২ এপ্রিলের মৌখিক পরীক্ষা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখ অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।
এনটিআরসিএ জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে এসএমএস দিয়ে পরীক্ষার কথা জানানো হয়েছে। এসএমএস পাওয়ার পর আগে নির্ধারিত তারিখের ডাউনলোড করা প্রবেশপত্র এবং প্রবেশপত্রে উল্লেখিত সব সার্টিফিকেট, মার্কশিট এবং এনআইডির মূল কপিসহ পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।