অডিটরের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় ও এর আওতাধীন অডিট অধিদপ্তরের অডিটর পদে জনবল নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ শিগগিরই পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.cagbd.org) পাওয়া যাবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখা যাবে এ লিংকে (https://www.cagbd.org/storage/app/uploads/public/617/7a6/a41/6177a6a413886963282856.pdf)
উল্লেখ্য, অডিটর (১১তম গ্রেড) পদের এমসিকিউ পরীক্ষা ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হয়।