default-image

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত কয়েক দিনে একের পর এক চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একটি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো। ‘কম্পিউটার অপারেটর’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। নিয়োগ পরীক্ষাটি পরে অনুষ্ঠিত হবে।

১০ এপ্রিল শনিবার সকাল ১০টায় ‘কম্পিউটার অপারেটর’ পদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

default-image
বিজ্ঞাপন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অতিরিক্ত রেজিস্ট্রার মো. কামরুল হাসান আজ রোববার প্রথম আলোকে বলেন, স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

খবর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন