default-image

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) একাধিক পদের নিয়োগ পরীক্ষা (মৌখিক) স্থগিত করা হয়েছে। ১১ ও ১২ এপ্রিল উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস), ১৩ ও ১৫ এপ্রিল উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ও ট্রেড ইনস্ট্রাক্টর এবং ১৮ এপ্রিল উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার) পদের মৌখিক পরীক্ষা ও কম্পিউটার পারদর্শিতা যাচাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিজিসিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পিজিসিবির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, গ্রামীণ ব্যাংক, রূপালী ব্যাংক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চাকরির পরীক্ষা, খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা, পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষা, পিএসসির তিন নিয়োগ পরীক্ষা, তিতাসের নবম-দশম গ্রেডের চাকরি পরীক্ষা, সিলেট গ্যাস ফিল্ডের নিয়োগ পরীক্ষা, সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরীক্ষা, রেল, সেতু বিভাগ ও রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
খবর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন