default-image

করোনাভাইরাসের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আগামী ১, ২ ও ৯ এপ্রিল নবম ও দশম গ্রেডের এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এ পরীক্ষার তারিখ জানানো হবে। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৫ মার্চ লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে নবম ও দশম গ্রেডে ১৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ২০, সহকারী ব্যবস্থাপক (হিসাব) ৩০, সহকারী প্রকৌশলী ২৫, উপসহকারী প্রকৌশলী ৪৩, সহকারী কর্মকর্তা ২২ ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ৫ জনকে নিয়োগ দেওয়ার জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তিতাস গ্যাস। নবম ও দশম গ্রেডের পদের আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর।

এদিকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কয়েকটি পদের লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

*পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

বিজ্ঞাপন
খবর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন