কারিগরির ২৮১ পদের পরীক্ষার সূচি ও অ্যাডমিট কার্ড প্রকাশ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতে লোকবল নিয়োগের পরীক্ষার সূচি ও অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। কয়েকটি পদে মোট ২৮১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষার তারিখ ২০ আগস্ট। ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে হবে এ পরীক্ষা।
পদের নাম ও সংখ্যা
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-১
উচ্চমান সহকারী-১০
ইউডিএ কাম ডেটা প্রসেসর-১
হিসাবরক্ষক-৭
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-৩
লাইব্রেরিয়ান-৮
ড্রাইভার-১০
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৫
এলডিএ কাম ডেটা প্রসেসর-৫
হিসাব সহকারী-২২
ক্যাশিয়ার-২
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার-৬
সহকারী লাইব্রেরিয়ান-২
ল্যাবরেটরি সরকারি-৯৮
ল্যাব সহকারী-২১
এলডিএ কাম ক্যাশিয়ার-৩
এলডিএ কাম টাইপিস্ট-২
ল্যাব সহকারী-১০
ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর-১
ক্যাশ সরকার-৯
ইলেকট্রিশিয়ান-১
অফিস সহায়ক-৬।
প্রবেশপত্র ডাউনলোড করা যাবে http://dter.teletalk.com.bd/ লিংকে।