default-image

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের এ কথা গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ৮৫ কাকরাইল, ঢাকায় পদগুলোর লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাসংক্রান্ত সব তথ্য http://cevdsc.gov.bd–এ এবং নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে পিএসসির তিন নিয়োগ পরীক্ষা, তিতাসের নবম-দশম গ্রেডের চাকরি পরীক্ষা, সিলেট গ্যাস ফিল্ডের নিয়োগ পরীক্ষা, সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা, খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা, পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরীক্ষা, রেল, সেতু বিভাগ ও রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
খবর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন