‘চলতি ঘটনা’র ডিসেম্বর সংখ্যা বাজারে

প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ বাজারে এসেছে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যা আজ মঙ্গলবার থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। দাম ২০ টাকা। এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্রুতই হবে। প্রায় ১৪ লাখ প্রার্থী। পদ প্রায় ৩৫ হাজার। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার প্রস্তুতি যত ভালো হবে, পরীক্ষাও তত ভালো হবে। এটি বিবেচনা করে আমরা এবারের “চলতি ঘটনা”য় তিনটি মডেল টেস্ট দিয়েছি। এগুলোর মাধ্যমে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছেন।’

আব্দুল কাইয়ুম আরও বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ডিসেম্বর মাস বিশেষ গুরুত্ব বহন করে। এই মাসেই আমাদের কষ্টার্জিত বিজয় এসেছে। চাকরির পরীক্ষায় এই ডিসেম্বর মাসকেন্দ্রিক নানা প্রশ্ন থাকে। বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় প্রশ্ন আসে। তাই এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন। থাকছে বিশেষ লেখা: বিজয়ের ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের অনন্য অর্জন, ঘটনাপ্রবাহ: ডিসেম্বর, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ: ৫০টি প্রশ্নের উত্তর। আশা করি, এই বিষয়গুলো সবার কাজে লাগবে। পরীক্ষার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করবে তথ্যগুলো।’

এখন জলবায়ু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সদ্য শেষ হলো বিশ্ব জলবায়ু সম্মেলন। এ নিয়ে বেশ আলোচনায় ছিল নভেম্বর মাস। কোন দেশ কী প্রতিশ্রুতি দিল, কী সিদ্ধান্ত হলো, জলবায়ু বিপর্যয় রোধে সুনির্দিষ্ট করণীয়গুলো কী—এসবের উত্তর পাওয়া যাবে এবারের চলতি ঘটনায়।

এ ছাড়া পায়রা সেতু, চীন বিশ্বের সবচেয়ে ধনী দেশ, আলোচিত সাধারণ জ্ঞান: ৫০টি প্রশ্নের উত্তর, সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান, জেলা পরিচিতি: খুলনা, সাতক্ষীরা—এসব বিষয়ও থাকছে। সবশেষে থাকছে এবারের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের নানা খুঁটিনাটি তথ্য।