চাকরির ফেসবুক গ্রুপ ডিঅ্যাকটিভেট
বিসিএস পরীক্ষাসহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতির বৃহত্তম ও সক্রিয় ফেসবুক গ্রুপ বিসিএস আওয়ার গোল। গ্রুপের মেম্বার প্রায় ১১ লাখ। গ্রুপের অ্যাডমিনরা জানাচ্ছেন, চাকরিপ্রার্থীদের কাছে পরিচিত ও জনপ্রিয় এই গ্রুপ আজ মঙ্গলবার সকাল ১০টায় ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দেয়।
একজন অ্যঅডমিন প্রথম আলোকে বলেন, গ্রুপের পাশাপাশি গ্রুপের অ্যাডমিন মডারেটরদের আইডিও ডিজেবল হয়ে গেছে। গ্রুপের অ্যাডমিন গ্রুপটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রুপ খুঁজে না পেয়ে অ্যাডমিনদের ব্যক্তিগত মুঠোফোনে অনেকেই মেসেজ ও ফোন দিয়ে জানতে চেয়েছেন, তাঁকে গ্রুপে ব্লক করা হয়েছে কি না। তাঁদের বলতে চাই, গ্রুপ ডিজেবল হওয়ার কারণে আপনারা আপনাদের প্রাণের গ্রুপটি খুঁজে পাচ্ছেন না। অ্যাডমিনদের পক্ষ থেকে কাউকে ব্লক করা হয়নি।