ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে তিনটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে (সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগের জন্য ১২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালভিত্তিক ১২টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে ১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।