দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২০ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গতকাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রাজস্ব খাতে লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।