দ্য সিকিউরিটি প্রিন্টিংয়ে নবম গ্রেডে লিখিত পরীক্ষার আসন প্রকাশ
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের নবম গ্রেডের কয়েকটি পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদে লিখিত পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় ১৬টি কেন্দ্রে ৪০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।
২১ নভেম্বর থেকে আবেদনকারীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে।