পিএসসির নবনিযুক্ত দুই সদস্য শপথ নিলেন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক মুবিনা খন্দকার ও দেলোয়ার হোসেন। আজ সোমবার বিকেলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পড়ান।

পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, পিএসপির সদস্য, কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মুবিনা খন্দকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁরা পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। তবে এর আগেই তাঁদের বয়স ৬৫ বছর পূর্ণ হলে সদস্যপদের মেয়াদ শেষ হবে।