পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত বদলির আদেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়ার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুরে, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জে, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান ওরফে শামীমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের আরেক এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালী, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকার বিশেষ শাখায় (এসবি) এবং শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে এক নম্বর ইউনিটে পদায়ন করা হয়।