প্রবাসীকল্যাণ ব্যাংকে নিয়োগ পেলেন যাঁরা

প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক/ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মহাব্যবস্থাপক/ডেপুটি ভাইস প্রেসিডেন্টের ২০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষায় (মৌখিক) অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে গঠিত প্যানেল থেকে ২০ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাঁদের রোল নম্বর হলো ১০১২, ১০১৫, ১০২২, ১০২৫, ১০২৯, ১০৩৩, ১০৬৯, ১০৭৩, ১০৮১, ১০৯০, ১০৯৬, ১০৯৮, ১১০১, ১১০২, ১১০৮, ১১১২, ১১১৬, ১১১৭, ১১৭৯, ১১৮০ = ২০ জন।

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষ দেখভাল করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।