প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৬ পদের লিখিতের ফল প্রকাশ

ছবি: চাকরি-বাকরি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১ থেকে ২০ গ্রেডের ৬টি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট উত্তীর্ণ হয়েছেন ১৬৯ জন।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। সিনিয়র ডেটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন, কম্পিউটার অপারেটর পদে ১৮ জন, ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩০ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৫১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩১ জন এবং অফিস সহায়ক পদে ২১ জন উত্তীর্ণ হয়েছেন।

অফিস সহায়ক বাদে বাকি পদগুলোতে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কাল রোববার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এ পরীক্ষা নেওয়া হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে