বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আগামী ২ এপ্রিলের অনুষ্ঠেয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেপজা।
বেপজার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে বেপজার রাজস্ব খাতে সহকারী সচিব, সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক (অর্থ/নিরীক্ষা), সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অনুষ্ঠিত হবে।’ পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে কেন্দ্রে আসতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞাপন
দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মানতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
মন্তব্য করুন