রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ‘মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদের লিখিত পরীক্ষার সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের জন্য দুই ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে। রাজধানীর টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজে এ পরীক্ষা হবে।
পরীক্ষার প্রবেশপত্র এ ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজপত্র বা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। মাস্ক পরা ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।