default-image

রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল ঢাকার ইডেন মহিলা কলেজে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীকালে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে পিএসসির তিন নিয়োগ পরীক্ষা, তিতাসের নবম-দশম গ্রেডের চাকরি পরীক্ষা, সিলেট গ্যাস ফিল্ডের নিয়োগ পরীক্ষা, সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা, খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা, পল্লীবিদ্যুতের নিয়োগ পরীক্ষা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
খবর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন