বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ১ নম্বর বাছাই কমিটির সদস্যসচিব লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৪, ১৬, ১৭ ও ১৮ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কালচারাল অফিসার পদের মৌখিক পরীক্ষা ১৬ ও ১৭ মে সকাল ১০টার পরিবর্তে বেলা তিনটায় শুরু হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।