default-image

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কয়েকটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠেয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের ২-৪-২০২১ তারিখের এবং সহকারী কর্মকর্তা (সাধারণ) ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদের ৩-৪-২০২১ তারিখের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এদিকে করোনাভাইরাসের কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।

*পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

বিজ্ঞাপন
খবর থেকে আরও পড়ুন
মন্তব্য করুন