জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষা ৯ জুন

রাজধানীর একটি কেন্দ্রে বিসিএস পরীক্ষা চলছে
প্রথম আলো ফাইল ছবি

স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা আগামী ৯ জুন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থীদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।