মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা
বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক
গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা।
আত্মবিশ্বাস ও সাহস নিয়ে ভাইভা বোর্ডের পাশের কক্ষে অপেক্ষা করছি। আমার নাম ডাকার সঙ্গে সঙ্গে কক্ষের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করি।
পরীক্ষক: বসুন, আপনার নাম কি?
প্রার্থী: বললাম।
পরীক্ষক: আপনি তো দেখছি ঢাকা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছেন?
প্রার্থী: জ্বি, স্যার।
পরীক্ষক: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন ঢাকা কলেজিয়েট স্কুলের কয়েকজন প্রাক্তন ছাত্রের নাম বলুন?
প্রার্থী: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সাহিত্যিক মুনীর চৌধুরী, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, শিল্পী মোস্তফা মনোয়ার ও এইচটি ইমাম।
পরীক্ষক: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মস্থান কোথায়?
প্রার্থী: আগা সাদেক রোড, ঢাকা। তবে তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরায়।
পরীক্ষক: তিনি কীভাবে শহীদ হন?
প্রার্থী: ১৯৭১ সালের ২০ আগস্ট ব্লু-বার্ড নিয়ে আসার সময় বিমান দুর্ঘটনায় শহীদ হন।
পরীক্ষক: বলুন তো, আজকে শ্রাবণ মাসের কত তারিখ?
প্রার্থী: বললাম।
পরীক্ষক: আপনি কি জেলা প্রশাসককে চেনেন?
প্রার্থী: নাম জানি।
পরীক্ষক: নাম বলুন তো?
প্রার্থী: বললাম।
পরীক্ষক : আপনি কি শ্রাবণ মাসের একটা গান গেয়ে শোনাতে পারবেন?
প্রার্থী: জ্বি না স্যার। তবে লিখতে পারব।
পরীক্ষক: কিছুটা বিব্রত হয়ে বললেন, এক মিনিটে লিখতে পারবেন?
পরীক্ষক: খাতা দিয়ে লিখতে বললেন।
প্রার্থী: লিখলাম।
পরীক্ষক: মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল?
প্রার্থী: ২ নম্বর সেক্টরে।
পরীক্ষক: আপনি তো দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ ও এমবিএ করেছেন।
প্রার্থী: জ্বি স্যার।
পরীক্ষক: হিসাববিজ্ঞানের জনকের নাম বলেন?
প্রার্থী: লুকা প্যাসিওলি।
পরীক্ষক: তিনি কে ছিলেন?
প্রার্থী: তিনি গণিতবিদ ছিলেন। তিনি লেওনার্দো দা ভিঞ্চির বন্ধুও ছিলেন।
পরীক্ষক: আপনি কি ‘গেরিলা’ সিনেমাটি দেখেছেন।
প্রার্থী: দেখেছি।
পরীক্ষক: কোন উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে?
প্রার্থী: সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে।
পরীক্ষক: ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের স্থপতির নাম কী?
প্রার্থী: সৈয়দ আবদুল্লাহ খালেদ।
পরীক্ষক: MOPME—এর পূর্ণরূপ লিখে দেখান?
প্রার্থী: Ministry of Primary and Mass Education.
পরীক্ষক: কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
প্রার্থী: কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন, ১৯৭৪ সালে।
পরীক্ষক: ঠিক আছে, আপনি এবার আসতে পারেন।
প্রার্থী: ধন্যবাদ স্যার।