অ্যাকশনএইডে ঢাকায় চাকরি, বেতন ৪৮,২৯৮
আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এনার্জি ট্রানজিশন প্রজেক্টের রেসিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস ইউনিটে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি অ্যান্ড গভর্নন্যান্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিভিল সোসাইটি/ সিটিজেন প্ল্যাটফর্ম, নেটওয়ার্কিং, পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন, গ্রিন এনার্জি, ইকোলজি অ্যান্ড ক্লাইমেট জাস্টিস, হিউম্যান রাইটস অ্যান্ড করপোরেট অ্যাকাউন্টেবিলিটিস, কমিউনিটি এমপাওয়ারমেন্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, ডেটাবেজ ও গ্রাফিকসের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৪৮,২৯৮ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেটের বিল পাবেন।