অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের স্থগিত চাকরির পরীক্ষা ৫ নভেম্বর
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের স্থগিত নিয়োগ পরীক্ষা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রেরিত প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে বলা হয়, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৬ মার্চ স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ৫ নভেম্বর গ্রহণ করা হবে। ওই দিন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টায় এবং অফিস সহায়ক পদে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছরের ১৬ মার্চ করোনাভাইরাসের প্রভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এ তিন পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছিল অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাটর্নি জেনারেল অফিসের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল।