আইএফআরসি নেবে প্রজেক্ট ম্যানেজার
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই-মেইল করতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার-হেলথ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রি অথবা পাবলিক হেলথ, এপিডেমিওলজি বা সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় হেলথ প্রোগ্রামে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড বাজেটিং, সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন জানতে হবে। রেডক্রস বা রেড ক্রিসেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উইন্ডোজ, স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। ট্রেনিং, মেনটরিং ও কোচিংয়ের দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্যবিমা, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদনপত্র [email protected]–এ ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারেও পাঠানো যাবে। সে ক্ষেত্রে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র ডাকযোগে পাঠানোর ঠিকানা
হেড অব কান্ট্রি ডেলিগেশন, আইএফআরসি কান্ট্রি ডেলিগেশন, ৬৮৪-৬৮৬, রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২২।