ইউএনডিপিতে চাকরির সুযোগ
ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ফিল্ড সিকিউরিটি অ্যাসোসিয়েট পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ফিল্ড সিকিউরিটি অ্যাসোসিয়েট, জি ৬
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রদান–সংশ্লিষ্ট কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার
চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে এক বছর।
যেভাবে আবেদন: অনলাইনে এই (https://inspira.un.org/psp/PUNA1J/EMPLOYEE/HRMS/c/UN_CUSTOMIZATIONS.UN_JOB_DETAIL.GBL?Action=A&UNAction=Apply&JobOpeningId=170527&languageCd=ENG) লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২২।