ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে চাকরি, আবেদন ফি ৫০০ ও ১০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ছয় পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • ১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: পুরকৌশল বিষয়ে স্নাতক বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

  • ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে স্নাতক বা তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

  • ৩. পদের নাম: হিসাবরক্ষক
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্যে স্নাতক
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

  • ৪. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমা
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ৫. পদের নাম: রিসিপশনিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • ৬. পদের নাম: কেয়ারটেকার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা
২৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে
আবেদনপত্র, ছবি ও সব সনদের সত্যায়িত কপি প্রবাসীকল্যাণ ভবনে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া, আবেদন ফি জমা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য লিংকে জানা যাবে।

আবেদন ফি
ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শিরোনামে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ১ ও ২ নম্বর পদের জন্য ১০০০ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও উন্নয়ন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসীকল্যাণ ভবন (লেভেল-৯), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২২।