ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে চাকরি, আবেদন ফি ৫০০ ও ১০০০
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ছয় পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: পুরকৌশল বিষয়ে স্নাতক বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে স্নাতক বা তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৩. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা৪. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমা
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৫. পদের নাম: রিসিপশনিস্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা৬. পদের নাম: কেয়ারটেকার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা
২৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন যেভাবে
আবেদনপত্র, ছবি ও সব সনদের সত্যায়িত কপি প্রবাসীকল্যাণ ভবনে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া, আবেদন ফি জমা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য লিংকে জানা যাবে।
আবেদন ফি
ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শিরোনামে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ১ ও ২ নম্বর পদের জন্য ১০০০ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও উন্নয়ন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসীকল্যাণ ভবন (লেভেল-৯), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২২।