ঔষধ প্রশাসন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও ঔষধ পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১ হাজার ৪৩৬ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ১৩ জুন ও ঔষধ পরিদর্শক পদে ২৩৫ জন প্রার্থীর পরীক্ষা ১৫ জুন অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।